৫ হাজার পরিবারের ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ কক্ষ চালু

ত্রাণ বিতরণ বা উদ্ধার কাজে প্রস্তুত ১টি বোট

আজাদী অনলাইন | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ১১:৪৫ পূর্বাহ্ণ

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে বন্যাদুর্গত এলাকার ৫ হাজার পরিবারের জন্য বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

একই সাথে বন্দর কর্তৃপক্ষ চালু করেছে একটি কন্ট্রোল রুম। এছাড়া প্রয়োজন সাপেক্ষে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কিংবা উদ্ধার কাজের জন্য ১টি অত্যাধুনিক বোট প্রস্তুত রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের প্রস্তুতি হিসেবে বোট চালু রাখা, ত্রাণ বিতরণ ও নিয়ন্ত্রণ কক্ষ চালুর বিষয়টি অবহিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে জাতি তাদের ভুলবে না
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দোকান চুরি করতে এসে জনতার হাতে আটক ১