মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ রোহিঙ্গা নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া ও লোহাগাড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হল, কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডে মৃত লাল মোহাম্মদের পুত্র শামশুল আলম (৪৭), হ্নীলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার জায়েদ হেসেনের পুত্র মো. আরাফাত (২০), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শফিক কামালের পুত্র মো. রফিক (২৬) ও মৃত মো. ছিদ্দিকের পুত্র সৈয়দ আলম (৩৫)। গত বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক হুমায়ন কবির খন্দকার ও পটিয়া সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পটিয়া-খ সার্কেল) পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ও লোহাগাড়া এলাকা থেকে পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ৪ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিরা প্রাথমিকভাবে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে।