৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর অভিযান টিম নগরীর সিনেমা প্যালেস, কেসি দে রোড এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল উখিয়ার জানে আলম (৩৫), টাঙ্গাইলের শেখ ফরিদ (২৫) ও কিশোরগঞ্জের মো. আমিরুল মিয়া (২৮)।
গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কেসি দে রোড থেকে জানে আলমকে দেড় হাজার পিস, সিনেমা প্যালেস এলাকা থেকে শেখ ফরিদকে ১ হাজার ৭০০ পিস ও শিকলবাহা থেকে মো. আমিরুল মিয়াকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও কর্ণফুলী থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআয়নাবাজিতে বহুরূপী চঞ্চল
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প