নগরীর আকবার শাহ থানা এলাকা থেকে মো. আজিজ (৬০), মো. হারুন (৪০) নামের দুই জালনোট কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইন মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আজিজ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সানাকৈর গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে এবং হারুন একই থানার ডুইরাবাড়ি গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে বলে পুলিশ জানিয়েছে। আকবর শাহ থানার ওসি জহির হোসেন দৈনিক আজাদীকে বলেন, নিউ শহিদ লেইন মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্টে সন্দেহজনক দুইব্যক্তির শরীর তল্লাশী করে ৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। এসব টাকা যাচাইয়ের সময় সবই জালনোট বলে প্রতীয়মান হয় এবং ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব জালনোট বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়ার সবই এক হাজার টাকার জালনোট বলে জানিয়েছেন ওসি।