৫ লাখ মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

কর্ণফুলী নদী ও সাগরে অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অন্তত ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল সোমবার দুপুরে বঙ্গোপসাগরে এবং আকমল আলী ঘাট, উত্তর কাট্টলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১টি নৌকা, ১০টি বিহিন্দি জাল, ১৫টি চরঘেরা জাল, ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডসহ কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব জাল ও নৌকা জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৭শ রোগী
পরবর্তী নিবন্ধঅর্থনীতি সমিতি-চট্টগ্রাম চ্যাপ্টারের সভা