কক্সবাজারের টেকনাফে পাঁচ কৃষক অপহরণের ঘটনায় চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রেখে দেন অপহরণকারীরা। পরে তাকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তার পরিবার।
রোববার (২৪ মার্চ) রাতে অপহরণকারীরা মুক্তিপণ পেয়ে তাকে টেকনাফের বাহারছড়ায় ছেড়ে দেয়া হয়। মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর।
অপহৃতের বোন বলেন, একসঙ্গে পাঁচজনকে অপহরণ করে নিয়ে গেলেও মোটা অংকের মুক্তিপণের জন্য তাকে জিম্মি করে রেখে দেয় অপহরণকারীরা। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মোহাম্মদ নুরকে ছেড়ে দেয় তারা।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে উপজেলার হ্নীলা পানখালীর পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। গত শনিবার (২৩ মার্চ) রাতে ১ লাখ ২০ টাকা মুক্তিপণ নিয়ে অপহরণকারীরা চারজনকে ফেরত দেয়।
তারা হলেন, হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, অপহৃত এক কৃষক মুক্তির খবর পেয়েছি। এনিয়ে অপহৃত পাঁচ কৃষক উদ্ধার হয়েছে।