হাটহাজারী তাণ্ডবের ঘটনায় দায়ের করা ৫টি মামলায় এবার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ তিন নেতাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি দুই নেতা হলেন, বিলুপ্ত কমিটির আরেক যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবীর আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে হাটহাজারী থানা পুলিশ উক্ত ৫টি মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখাতে আদালতের কাছে আবেদন করে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হাটহাজারীতে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা। তাণ্ডবে থানার পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় চারজন। এসব ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাতনামা কয়েক হাজারকে আসামিকে মোট ৬টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দায়ের হওয়া এসব মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার হন জামায়েত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।