৫ বল করেই হ্যাটট্রিক কিউই স্পিনারের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

পরপর ৩ বলে ৩ উইকেট বা হ্যাটট্রিক যে কোনো ধরনের ক্রিকেটেই বিরল এক অর্জন। টি-টোয়েন্টিতে তো সুযোগটা আরও কম। একজন বোলার মাত্র ৪ ওভার বল করতে পারেন। তবে নিউজিল্যান্ডের ৩১ বছর বয়সী অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল তার হ্যাটট্রিক পূরণ করতে অত সময় নিলেন না।

মাত্র ৫ বল করেই কিউইদের রেকর্ড বইয়ে নাম লেখালেন অফস্পিনিং এই অলরাউন্ডার। বুধবার বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ বল করে ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন ব্রেসওয়েল।

আয়ারল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি পরপর আউট করেন মার্ক আডায়ার, ব্যারি ম্যাককার্থি ও ক্রেগ ইয়ংকে। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়েন ব্রেসওয়েল।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ আয়োজনের কোন বার্তা পায়নি বিসিবি
পরবর্তী নিবন্ধ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন পূজারা