৫ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

দীর্ঘ পাঁচ বছর পর আবার ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে চলেছে অক্টোবরের শেষেই। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইন্ডিয়া টুডে জানায়, এয়ারলাইন ইন্ডিগো ২৬ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজের।

ভারত ও চীনের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে আলোচনার পরই সরাসরি ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত হয়। এর আগে ২০২০ সালে কোভিড মহামারীর জেরে ফ্লাইট ব্যাহত হয়েছিল। তার ওপর সেই বছরই গ্রীষ্মে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায়। তখন থেকেই ভারতচীন উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর ফের তা চালুর এই সিদ্ধান্তকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের কেন্দ্র সরকার এক বিবৃতিতে বলেছে, দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ ঐক্যমত্যে এসেছে যে, ফের দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। দ্বিপক্ষীয় বিনিময় ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগুবে।

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর বিমান চলাচল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই নেতাই উভয় দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

বিভিন্ন সংঘাতের জেরে আশান্ত হয়ে ওঠা বিশ্বে উভয় দেশই নিজ নিজ সুবিধার জন্য একে অপরের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়েছে। কেবল তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত আগ্রহী হয়েছে চীন। ফলে সামপ্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার লক্ষণ দেখা গেছে।

ভারত গত মাসে চীনা নাগরিকদের ভিসা দেওয়া ফের শুরু করেছে। অন্যদিকে, চীন কৈলাস মানসরোবর যাত্রায় অংশ নেওয়া ভারতীয় তীর্থযাত্রীদের জন্য প্রবেশাধিকার পুনরায় চালু করেছে। এ পরিস্থিতিতে সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের সম্পর্কেই ইতিবাচক প্রভাব ফেলবে তা একরকম নিশ্চিত। আর এতে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পরিবারের জন্য ভ্রমণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে নিখোঁজের একদিন পর ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশিপিং এজেন্টস এসোর প্রার্থী তালিকা চূড়ান্ত