চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারও ফলাফলে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। শুধু এবার নয় গত পাঁচ বছর ধরে পাশ ও জিপিএ–৫ দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা। এবার ৬ হাজার ৩৫৩ জন মেয়ে শিক্ষার্থী পেয়েছে জিপিএ–৫। যা এবার জিপিএ–৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর চেয়ে ৮৬৩ জন বেশি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চট্টগ্রামে এবার ২১৯ কেন্দ্রে ১ হাজার ১৬৪ স্কুলের মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৭২৫ এবং ছাত্র সংখ্যা ছিল ৬১ হাজার ৬৬৩। এবার ছাত্রীর পাশের হার ৭২ দশমিক ১৯ এবং ছাত্রের পাশের হার ৭১ দশমিক ৯৩। এছাড়া ৬ হাজার ৩৫৩ ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ ছাত্র জিপিএ–৫ পেয়েছে।
গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে ছাত্রী পাশের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ, আর ছাত্রদের পাশের হার ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ। ২০২৩ সালে ৭৮ দশমিক ৭২ শতাংশ, ২০২২ সালে ৮৭ দশমিক ৬৯ ও ২০২১ সালে ৯১ দশমিক ৯৯ শতাংশ ছাত্রী পাশ করে। বিপরীতে ছাত্রদের পাশের হার ছিল যথাক্রমে ৮২ দশমিক ২৯ শতাংশ, ৭৭ দশমিক ৭৫ শতাংশ, ৮৭ দশমিক ৩৩ শতাংশ এবং ৯০ দশমিক ১৪ শতাংশ। একইভাবে এ পাঁচ বছর ধরে জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের আধিক্য দেখা গেছে। ২০২৪ সালে পাঁচ হাজার ৭৫০ জন, ২০২৩ সালে ছয় হাজার ৪৪৬ জন, ২০২২ সালে ১০ হাজার ৮৮৯ জন এবং ২০২১ সালে সাত হাজার ৪০৯ জন ছাত্রী জিপিএ–৫ পেয়েছে। আর ২০২৪ সালে পাঁচ হাজার ৭৩ জন, ২০২৩ সালে পাঁচ হাজার চার জন, ২০২২ সালে সাত হাজার ৭৭৫ জন এবং ২০২১ সালে পাঁচ হাজার ৩৮২ জন ছাত্র জিপিএ–৫ পেয়েছে।