৫ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে তিনি বাসায় পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) বাসায় পৌঁছেছেন। বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে। সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িতে করে রওনা হন। তার গাড়িকে ঘিরে নেতাকর্মীরা ঘিরে ধীর গতিতে চলতে থাকে। এরমধ্যে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা ভিজে ভিজে পুরো পথেই সঙ্গে ছিলেন। রাত ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী গাড়িটি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছায়। খবর বিডিনিউজের।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষানিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলে। এভারকেয়ারে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট পর্যালোচনা করে করণীয় ঠিক করতে কয়েকবার বৈঠক করেন বোর্ডের সদস্যরা। গত বৃহস্পতিবার চিকিৎসক জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। চলতি বছরে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। সেবারও পাঁচদিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধএই শতাব্দীর সবচেয়ে বড় জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু