৫ দিন পর বাড়ি ফিরলেন জলদস্যুদের হাতে অপহৃত ১৯ জেলে

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

পাঁচ দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহৃত কুতুবদিয়ার ১৯ জেলে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি সাগর থেকে উপজেলার উত্তর ধুরুং আকবরবলী পাড়া ঘাটে নিয়ে যাওয়া হয়।

গত ৬ নভেম্বর রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে ২১ মাঝিমাল্লাহসহ আল্লাহর দয়া০৩ নামের একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। ওই সময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হয়। জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররমকে এক জেলেসহ আরেকটি বোটে তুলে দেয় এবং ১৯ জেলেকে ফিশিংবোটসহ অপহরণ করে নিয়ে যায়।

৫ দিন পর শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেসহ ছেড়ে দেয় সাগরে। এরপর ১৯ জেলে বিকল বোট নিয়ে সাগরে ভাসতে দেখে অপর একটি ফিশিংবোট তাদের উদ্ধার করে নিয়ে আসে।

বোটের মালিক বাঁশখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি গতকাল বিকাল ৩টার দিকে উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়লে উদ্ধার জেলেদের স্বজনরা ঘাটে ভিড় করে। ১৯ জেলের মধ্যে ১৬ জন কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা, ২ জন দক্ষিণ ধুরুংয়ের এবং ১ জন লক্ষীপুর জেলার।

সাগর থেকে ফিরে আসা অপহৃত মাঝিমাল্লারা হলেন গিয়াস উদ্দিন, শাহ আলম, রুহুল আমিন, নাছির উদ্দিন, শাহজাহান, মো. সাহেদ, তৌহিদুল ইসলাম, মো. আব্বাছ, মো. কালু, সোনা মিয়া, মো. রেজাউল, মো. মেহেদী, মো. সাকিব, মো. ইদ্রিস, মো. নয়ন, মো. সাগর, মনছুর আলম, শাহজাহান ও মো. রুবেল।

পূর্ববর্তী নিবন্ধবেতারের সাথে তরুণ প্রজন্মের সংযোগ বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১০ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার