৫ দিনেও মেলেনি দুই নাবিকের খোঁজ

বহির্নোঙরে লাইটারেজ ডুবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৪:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের দুই নাবিকের খোঁজ ৫ দিনেও মেলেনি। এ ঘটনায় নিখোঁজ ৬ নাবিকের মধ্যে ৪ জনের মরদেহ কোস্ট গার্ড উদ্ধার করে। কোস্ট গার্ড ও নৌবাহিনী গতকালও উদ্ধার অভিযান চালিয়েছে।
গত বুধবার বিকেলে পতেঙ্গার অদূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের সংঘর্ষ হয়। এমভি সুলতান সানজা ডুবে গেলে জাহাজে থাকা ৯ নাবিকের মধ্যে ৩ জন সমুদ্রে লাফিয়ে পড়েন। তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই জাহাজের ৬ নাবিক নিখোঁজ হন। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বহির্নোঙর থেকে ৩ জন এবং সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ২ জনের খোঁজ মেলেনি।
সাগরে গতকালও অভিযান পরিচালনার কথা জানিয়ে কোস্ট গার্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ঘটনার পর ৫ দিন গত হতে চললেও দুই নাবিকের হদিশ মিলেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

পূর্ববর্তী নিবন্ধডান পা কাটতে হল ইত্যাদি’র আকবরের
পরবর্তী নিবন্ধতৃতীয় মেয়াদে নেতা হচ্ছেন শি জিনপিং