৫ দফা দাবি বাস্তবায়নে শ্রমিক-জনতার ঐক্য অপরিহার্য : অধ্যাপক আহসান উল্লাহ

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেছেন, জামায়াতের ৫ দফা এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায় করতে হবে। এ গণদাবি বাস্তবায়নে শ্রমিক জনতার ঐক্য অপরিহার্য। তিনি গত ৭ অক্টোবর পটিয়া শান্তিরহাটস্থ একটি কনভেনশন হলে দক্ষিণ জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন। বক্তব্য রাখেন মুহাম্মদ জাকারিয়া, ডা. আবু নাছের, ডা. ফরিদুল আলম, মোক্তার শিকদার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুম খুন বৃদ্ধি পাবে। দেশে নতুনরূপে ফ্যাসিবাদ কায়েম হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। বক্তারা অবিলম্বে ৫ দফা দাবির প্রেক্ষিতে জুলাই সনদকে আইনী ভিত্তি বা মর্যাদা দেওয়া, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সম্পন্ন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুলিয়াখালী সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চার মাদকাসক্তকে অর্থদণ্ড ও এক সপ্তাহ কারাদণ্ড