৫ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ১০ম গ্রেডসহ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ। গতকাল ৮ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রায় ৪০ জন প্রশাসনিক কর্মকর্তা এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় তারা জানানদীর্ঘদিন ধরে দাবিদাওয়া উপেক্ষিত হওয়ায় প্রশাসনিক কাজে নানা বাধা তৈরি হচ্ছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ সময় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার মো: জাহাঙ্গীর হোসেন, সহিদুল হক, নোয়াখালীর আ ন ম সেলিম, সহিদুল ইসলাম, চট্টগ্রামের নোবেল ভট্টাচার্য, রাজু বেগম, কঙবাজারের সিহাব উদ্দিন, নাসির উদ্দিন, বান্দরবানের জাহাঙ্গীর হোসেন, মো: হোসেন, রাঙামাটির দিপক চাকমা, সুমন বড়ুয়া, লক্ষীপুরের হারুনুর রশিদ, গিয়াস উদ্দিন, ফেনীর আব্দুল আলিম, খাগড়াছড়ির রাসেল রানা, নাজমুল হাসানসহ নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, কঙবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের প্রায় ৪০ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ফ্রি হার্ট ক্যাম্প বৈজ্ঞানিক সেমিনার ও শীতকালীন চিকিৎসা মেলা ১৯ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মরণে সিএসডির সভা