৫ টার পর দোকান খোলা রাখায় জরিমানা

হাটহাজারীতে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সরকার নির্দেশিত কঠোর লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে বিকাল ৫ টার পর দোকান খোলা রাখায় দুটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার হাটহাজারী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। একই সাথে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ মাস্ক না পড়ায় এক ব্যক্তিকে ১শ টাকা জরিমানা করেন। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষে মাইকিং করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅপহৃত সন্তানকে ২৪ বছর পর খুঁজে পেলেন বাবা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ভবঘুরেদের মাঝে ফুটন্ত কিশোর ক্লাবের খাবার বিতরণ