৫ ঘণ্টা বন্ধ ছিল ফেরি পারাপার, বোয়ালখালীবাসীর দুর্ভোগ চরমে

| মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাটের পশ্চিম দিকে ফেরিঘাটের বেইলি সেতু দেবে যাওয়ার কারণে ৫ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ে আটকে যাওয়া শতশত যাত্রীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন ফেরির টোল আদায়কারী মো. আজিজ।

ফেরিঘাটে আটকে পড়া এমদাদুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরের দিকে যাওয়ার জন্য পূর্ব পাড়ে এসে দেখি ফেরি বন্ধ। আধা ঘণ্টা অপেক্ষা করার পর ঝুঁকি নিয়ে নৌকা যোগে পার হয়েছি।

কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে বিপাকে পড়ে গেছি। গাড়ি না থাকলে নৌকা দিয়ে পার হতে পারতাম। এখন গাড়ির জন্য আটকে গেছি। পশ্চিম পাড়ের ফেরিঘাটের টানা সেতুটি দেবে যাওয়ায় এই বিপত্তি।

ফেরিঘাটের ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, বেইলি সেতু দেবে যাওয়ায় কয়েক ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল। সাময়িক অসুবিধার জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। সমস্যা হতেই পারে তবে আমরা দ্রুত সমাধান করেছি যাতে যাত্রীরা কষ্ট না পায়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কলেজে নবীন বরণ অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে নাচলেন তারা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু