চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারেজ জাহাজ এমভি আল বাকেরায় ৭ নাবিককে হত্যার মামলায় আসামি আকাশ মণ্ডল ইফরান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে সাত দিনের রিমান্ড শেষে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হয় আকাশকে। এরপর বিচারকের খাস কামরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশের প্রায় ২৬ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয় বলে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনুর বেগম জানান।
তিনি বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। আসামি আকাশ দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা আশা করি, এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার পাব। খবর বিডিনিউজের।