৫ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার উখিয়ায়, আটক তিন

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৫৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলকক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)

কক্সবাজার৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লাখ টাকা। তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০০ কোটি টাকা হাতিয়ে গোপন সুড়ঙ্গে আশ্রয়
পরবর্তী নিবন্ধকেন্দ্রের নির্দেশে তৃণমূলকে শক্তিশালী করার উদ্যোগ নগর আওয়ামী লীগের