৫ কোটি টাকার গার্মেন্টস পণ্যসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম আনার পথে চুরি

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রপ্তানির উদ্দেশে গার্মেন্টস পণ্য চট্টগ্রাম বন্দরে আনার পথে চুরি করা একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার নারায়নগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৬ হাজার ৯৯৫ পিস গার্মেন্টস পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন রিপন ওরফে ছোট রিপন (৪৩), বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল (৩৬), নাঈম ইসলাম (২৭), আকাশ (২৬), সুমন (৩০), ফরিদ (৩৮) ও মঞ্জুর হোসেন জিকু (৩৮)। খবর বাংলানিউজের।

র‌্যাব জানায়, ফ্যাক্টরি থেকে বিদেশে পাঠানোর জন্য গার্মেন্টস পণ্য চট্টগ্রাম বন্দরে নেওয়ার সময় পথে করা হতো চুরি। কাভার্ডভ্যানের ৬০৭০ ভাগ পণ্য নামিয়ে রেখে পুনরায় প্যাকেজিং করে বন্দরে পাঠাতো এই চোরচক্র।

পূর্ববর্তী নিবন্ধজুলধায় সখিনা ইসলাম জামে মসজিদের ভিত্তি স্থাপন
পরবর্তী নিবন্ধআমিরাতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু