৫ কোটি টাকার ক্রিস্টাল আইস ফেলে পালালো চোরা কারবারীরা

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৪৬ পূর্বাহ্ণ

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ (বিআরএম-১১ হতে আনুমানিক ১.৫ কিমি) দক্ষিণে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। ঐ সংবাদের ভিত্তিতে গত (২৩ নভেম্বর) মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল দ্রুত ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলীখাল সোলার প্রজেক্ট অবস্থান নেয়। আনুমানিক রাত ১১টায় সময় লবণ মাঠ এলাকা দিয়ে ২/৩ জন দুষ্কৃতিকারী ব্যক্তিকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখে। টহলদল ব্যক্তিদের দেখামাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঐ স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর হতে পাঁচ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। মাদক কারবারীদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে গতকাল বুধবার ভোর রাত আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগর তারা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধমেয়র আব্বাসকে দলীয় পদ থেকে অব্যাহতি