৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটিসহ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হলেও, এক পরিপত্রের মাধ্যমে গতকাল বুধবার তা বাতিল করা হয়। এছাড়া জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা পরিপত্রে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রতিবছর যথাযথ মর্যাদায় দিবসগুলো পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে সেখানে। খবর বিডিনিউজের।

এর মধ্যে ৫ অগাস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত এবং ১৬ জুলাইকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এক পরিপত্রে বলা হয়, সমপ্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন/উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল সরকার, সেটিরও পরিবর্তন এল।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে গার্মেন্টস পণ্য সরাসরি ইউরোপে পাঠানোর উদ্যোগ