বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ পর্যন্ত তৈরি করা হচ্ছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয়।
এ কর্মসূচির নিরাপত্তা বিধানে থাকছে সংশ্লিষ্ট থানা পুলিশ, পেট্রোল, র্যাব, আর্মড পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী এসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। এ কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে রোডমার্চের আওতাধীন সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ বলেন, রোডমার্চের রুট ও পথসভার স্থানগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সে সব স্থানের নিরাপত্তার দিকে আলাদা নজর রাখছে পুলিশ। একই সাথে রোডমার্চ কর্মসূচিতে যাতে জনদুর্ভোগ ও স্বাভাবিক জীবন যাত্রায় কোন ধরনের ব্যাঘাত না ঘটে সে দিকেও দৃষ্টি রাখছে আইন–শৃঙ্খলা বাহিনী। বিরোধী দলের এ কর্মসূচি নিয়ে কোন ধরনের নিরাপত্তা হুমকি আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত নির্দিষ্ট কোন হুমকি পাওয়া যায়নি। তবে সব ধরনের হুমকির বিবেচনায় নিয়ে পুলিশ তাদের প্রস্তুতি নিয়েছে। এছাড়া একে কেন্দ্র করে কেউ কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মাকাবেলা করা হবে বলে তিনি জানান।