কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন এক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, বিশেষ অতিথি আলোচক থাকবেন বিশিষ্ট লেখক ও চিন্তক চৌধুরী গোলাম রব্বানী এবং খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও নাট্যকার অভীক ওসমান। সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। অনুষ্ঠানে থাকবে কবি আসাদ চৌধুরীকে নিয়ে কথামালা, তাঁর গদ্য ও কবিতা থেকে আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনা। সবাইকেকে অনুষ্ঠানে সপরিবার ও সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।