বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন ছিল গতকাল শনিবার। এদিন ৫৯ বছরে পা দিলেন বিটাউনের এই চিরতরুণ সুপারস্টার। শুক্রবার রাত থেকেই কিং খানের অনুরাগীরা ভিড় করেছেন তার বাড়ি মান্নাত’র বাইরে। প্রিয় তারকা শাহরুখকে একঝলক দেখাই তাদের সেরা উপহার পাওয়া। মানুষের এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাঠিপেটা করে জনতাকে সামাল দিচ্ছে। খবর বাংলানিউজের।
কিন্তু মান্নাতের ঠিক বাইরের রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। কিং খানের বাংলোর ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। তাই তার ভক্তরা এবার বেশ হতাশ। কিন্তু অনেকে তাদের প্রিয় তারকার সুরক্ষার কথা ভেবে এই দূরত্ব মেনে নিয়েছেন। আবার কারও কারও কণ্ঠে শোনা গেছে হতাশার সুর। মান্নাত থেকে কয়েক শ মাইল দূর থেকে তারা বলে উঠছেন, ‘হ্যাপি বার্থডে, শাহরুখ। উই লাভ ইউএস আরকে। আবার অনেকের দাবি, কিছুদিন আগে আততায়ীর গুলিতে প্রাণ হারান এনসিপি নেতা তথা সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। এদিকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে।
অনেকের ধারণা, তাই এবার মুম্বাই পুলিশ শাহরুখের জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে। প্রতিবার কিং খান মান্নাতের বারান্দায় এসে তার অনুরাগীদের সঙ্গে দেখা করেন। কখনো হাতজোড় করে, কখনো উড়ন্ত চুম্বন ছুড়ে, আবার কখনো দুই হাত প্রসারিত করে তার সিগনেচার স্টাইলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবারও তিনি তার ভক্তদের নিরাশ করবেন না বলে সবার ধারণা। এদিকে সন্ধ্যায় শাহরুখের পরিবার তার জন্মদিন উপলক্ষে এক বিশেষ পার্টির আয়োজন করেছে। যেখানে নিমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় আছেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, অ্যাটলি, রণবীর সিং, কারিশমা কাপুর, ফারহা খান, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর, জোয়া আখতার, করণ জোহর, আলিয়া ভাট, অনন্যা পান্ডেসহ আরও অনেকে।