৫৭ বছর পূর্তি উপলক্ষে জাগৃতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

জাগৃতি’র ৫৭ বছর পূর্তি উপলক্ষে দু’মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জাগৃতির সাবেক সভাপতি শোয়েব মোর্শেদ ফারুকী। জাগৃতি সভাপতি মো. ওসমান এতে স্বাগত বক্তব্য রাখেন। জাগৃতির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৮টি দলে বিভক্ত হয়ে খেলেছেন জাগৃতি সদস্যরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, আসলাম মোর্শেদ, জাফরুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান চৌধুরী, ইফতেখার উদ্দিন মো. আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নাসির উদ্দিন, এস এম সাইদুর রহমান, কফিল উদ্দিন মুন্না। উপস্থিত ছিলেন ওবায়দুল আকবর বাচ্চু, আলী আকবর জিন্নাহ, হাটহাজারী খেলোয়াড় সমিতির আহবায়ক মো. শফি, সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইসমাইল জসিম। জাগৃতি ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন ক্রীড়া উপকমিটির আহবায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ। এর আগে সকালে জাগৃতি রান২০২৫ অনুষ্ঠিত হয়। ভোর ছয়টায় সত্তারঘাট হালদা ব্রিজের রাউজান অংশ হতে শুরু হয়ে হাটহাজারী কলেজ গেইটস্থ জাগৃতি কার্যালয় প্রান্তে এসে শেষ হয় জাগৃতি রান ২০২৫ উৎসবের। এতে জাগৃতি সদস্য ছাড়াও সতঃস্ফূর্তভাবে অংশ নেন শতাধিক মানুষ। আজ ৮ নভেম্বর শনিবার হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব, ডাঙ্গুলি খেলা, কাবাডি ও দাড়িয়াবান্দা, প্রীতি ফুটবল টুর্নামেন্টের ২টি ফাইনাল খেলা। এসকল আয়োজনে সবার সহযোগিতা কামনা করেছেন জাগৃতির সভাপতি মো. ওসমান ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

পূর্ববর্তী নিবন্ধশ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
পরবর্তী নিবন্ধকে ডি প্রভাতী ৩য় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে পদ্মা দলের জয়