৫৬ জেলেকে ফেরত দিল মিয়ানমার নৌবাহিনী

জাল-মাছ রেখে আটক

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। গত বুধবার বিকালে তাদের আটক করে নিয়ে যায় সেদেশের নৌবাহিনী। একইদিন মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার ভোরে এ সব জেলেরা টেকনাফে পৌঁছান। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন । জেলেদের অভিযোগ, মিয়ানমার নৌবাহিনী আটক জেলেদের মাছ ও জাল রেখে দিয়ে ট্রলারসহ তাদের ছেড়ে দিয়েছে। জেলেদের বরাত দিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জেলেদের ট্রলার নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও বিজিবিকে অবহিত করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন২ বিজিবি থেকে জানানো হয়, মিয়ানমার নৌবাহিনী জেলেদের আটক করে তাদের বোটে থাকা মাছ ও খাদ্যসামগ্রী নিয়ে সন্ধ্যা ৬টার দিকে মুক্তি দেয়। এর পর সবাই নিরাপদে শাহপরীর দ্বীপ নৌঘাটে ফিরে আসেন। শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের সভাপতি মো. হাসান জানান, আটক হওয়া ৫৬ জেলেরা শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া, কোনাপাড়া, দক্ষিণপাড়ার বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনী ৫৬ জেলেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ আটক করে। জেলেরা বৃহস্পতিবার সকালে ফিরে এসেছে। বিষয়টি নিয়ে কোস্টগার্ড তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধমুদ্রাস্ফীতির ভিত্তিতে দেনমোহর
পরবর্তী নিবন্ধনগরে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার