৫৬ কেজির দুই পোয়া মাছ ৮ লাখ টাকায় বিক্রি

সেন্টমার্টিনের সেই গণির জালে এই নিয়ে তিন বার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৩২ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়েছে বিরাট দুটি পোয়া মাছ। জেলেরা জানিয়েছেন, মাছ দুটির ওজন ৫৬ কেজি। গতকাল মঙ্গলবার সকালে সেন্টমার্টিন উপকূলে জালে মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি কঙবাজারে ৮ লাখ টাকায় বিক্রি করা হয়।

জেলেরা জানান, সোমবার রাতে দ্বীপের বাসিন্দা জেলে আবদুল গণির নেতৃত্বে পাঁচ জেলে সাগরে মাছ শিকারে যান। পরে মঙ্গলবার ভোরে দ্বীপে পশ্চিম পাড়াস্থ সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়। টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়া ৫৬ কেজি ওজনের পোয়া মাছ দুটি বেশি দামে বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

দ্বীপের ইউপি সদস্য ফয়েজুল ইসলাম জানান, জেলে আবদুল গণির জালে দুটি বড়ো পোয়া মাছ ধরা পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মাছগুলোর দাম ৩ লাখ টাকা হাঁকান। কিন্তু মূল্য আশানুরূপ না হওয়ায় মাছ দুটি বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজার নিয়ে যান গণি। কক্সবাজারে মোহাম্মদ ইসহাক সওদাগর ৮ লাখ টাকায় মাছ দুটি কিনে নিয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিনের মাছ ব্যবসায়ী নুর আহমেদ।

তিনি জানান, জেলে আবদুল গণি পোয়া মাছ দুটি নিয়ে সেন্টমার্টিন থেকে প্রথমে টেকনাফ শহরে নিয়ে আসে। পরে আমিসহ কক্সবাজার গিয়ে ৮ লাখ টাকায় ইসহাক সওদাগরকে বিক্রি করি। জানা যায়, জেলে গণির জালে ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়ে, সেটি বিক্রি করেন ১০ লাখ টাকায়। ২০২০ এর নভেম্বর মাসে এসে আবারো গণির জালে একটি পোয়া মাছ আটকা পড়ে সেটি বিক্রি হয় ৬ লাখ টাকায়। আজ আবারো নভেম্বর মাসে এসে জোড়া পোয়া মাছ ধরা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গোয়ালে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল গরু
পরবর্তী নিবন্ধউচ্চ মাধ্যমিকে বিতর্কিত প্রশ্নটি করেন ঝিনাইদহের এক শিক্ষক