৫৫ রানেই শেষ বিশ্ব চ্যাম্পিয়নরা

২ রানে ৪ উইকেট নিয়ে আদিল রশিদের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মোটেও পাত্তা দিল না ইংল্যান্ড। সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়দের বিধ্বস্ত করে ৬ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করলো ইংল্যান্ড। গতকাল শনিবার দুবাইতে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করা উইন্ডিজ ইংলিশ বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। টপ অর্ডারের কেউই দাঁড়াতে পারেনি। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন কেবল ক্রিস গেইল। তবে এই ব্যাটিং দানবও ১৩ বলে ১৩ রানের মন্থর ইনিংস খেলে বিদায় নেন। টসে হেরে ব্যাটিংয়ে নামা বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংসে ধস নামান আদিল রশিদ-মঈন আলী-টাইমাল মিলসরা। শেষ অবধি প্রথমে ব্যাট করা উইন্ডিজ ১৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করে। ২০ ওভারের বিশ্বকাপে এটি ক্যারিবিয়ানদের সর্বনিম্ন আর সব দল মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। গেইল ছাড়া অন্যদের ইনিংস ছিল আসা যাওয়ার মধ্যেই। দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এভিন লুইস যথাক্রমে ৩ ও ৬ রানে বিদায় নেন। শিমরন হেটমায়ার ৯, ডোয়েন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬ ও আন্দ্রে রাসেল ০ রানে বিদায় নিয়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইংলিশ স্পিনার আদিল রশিদ ২.২ ওভারে মাত্র ২ রানে ৪ উইকেট তুলে নেন। এতেই তার নাম উঠল রেকর্ড বইয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দিয়ে ৪ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটি। রশিদ স্পর্শ করেছেন স্টিভ টিকোলোকে। ২০১৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১ ওভার ২ বলে ২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেনিয়ার এই অফ স্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন রশিদ। ২০১৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ক্রিস জর্ডানের ৬ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা পারফর্মেন্স। আদিল ছাড়া আরেক স্পিনার মঈন ও পেসার মিলস ২টি করে উইকেট পান। ৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংলিশরা অবশ্য সহজ ম্যাচ কিছুটা কঠিন করে জেতে। ২১ রানের উদ্বোধনী জুটি হলেও ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় আসে। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জস বাটলার। ক্যারিবীয় ইনিংসে প্রথমেই উইকেট পতন ঘটানো মঈন আলী ম্যাচ সেরা নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ নাম্বার ওয়ান : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাসের হেলপার থেকে কোটিপতি