৫৫ জনকে চসিকের চার লাখ ৮৭ হাজার টাকা জরিমানা

ফুটপাতে মালামাল রেখে চলাচলে বিঘ্ন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে নগরে ৫৫ জনকে চার লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোডের সরাইপাড়া এলাকা, কাজী পাড়া এলাকায় ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকান নির্মাণ এবং লোহার পাইপ ও মালামাল ফুটপাতে রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে চার লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এছাড়া জাকির হোসেন রোড বাই লেইন ও ওয়ার্লেস মোড় সড়কের উভয় পাশে পরিচালিত অপর অভিযানে একই অপরাধে ১০ ব্যক্তিকে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকান দূতাবাস প্রতিনিধিদের সাথে আইআইইউসির মতবিনিময়
পরবর্তী নিবন্ধসম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভা