ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ লাখ ২৯ হাজার ১২৫ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স এবং পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে ৫১ লাখ ৭৪ হাজার ৩৩৫ টাকা পৌরকর ও এক লাখ ১৬ হাজার ৭৯০ টাকা হচ্ছে ট্রেড লাইসেন্স ফি। একই অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রাজস্ব সার্কেল-৫ ও ৬ এর আওতাধীন এলাকায় বকেয়া পৌরকর আদায়ে পরিচালিত অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রাজস্ব সার্কেল-৫ এর আওতায় আসকারদীঘি পাড় ও দেওয়ানহাট এলাকা থেকে বকেয়া পৌরকর বাবদ ৩৫ লাখ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৯ হাজার ৭৯০ টাকা আদায় করা হয়। রাজস্ব সার্কেল-৬ এর আওতায় আমবাগান, খুলশি, ওয়ার্লেস ও দক্ষিণ খুলশি আবাসিক এলাকা থেকে পৌরকর বাবদ ১৬ লাখ ৭৪ হাজার ৩৩৫ ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৭ হাজার টাকা আদায় করা হয়।