ম্যাচের দু্ই দিন শেষ। বাংলাদেশের প্রথম ইনিংস এখনও শেষ হয়নি। উইকেট পড়েছে মোটে চারটি। দ্বিতীয় দিনে আলোক স্বল্পতায় খেলা আগেভাগেই শেষ হওয়ার আগে দ্রুত রান তোলার তাড়াও খুব একটা দেখা যায়নি। প্রশ্ন তাই উঠে যাচ্ছে, আরও কি লম্বা সময় ব্যাট করবে বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো উত্তর ইনিংস ঘোষণার সময় খুব দূরে নয়। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৭৪ রান। আলোকস্বল্পতায় বৃহস্পতিবার ২৫ ওভার খেলা কম হয়েছে। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশ কোচ জানান, বোলারদের যথেষ্ট সময় দিতে তৃতীয় দিন সকালে দ্রুত রান চান তিনি। তিনি বলেন যদি ৫২০ রানের আশেপাশে যেতে পারি, তাহলে আমরা শ্রীলংকাকে চাপে ফেলার সুযোগ পাব।
শ্রীলংকার এই উইকেটে তিনদিনে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া সম্ভব কিনা তেমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন এটা সেই উইকেট নয়, যেখানে ৪০-৫০ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়া যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং চাপ বাড়াতে হবে। ধারাবাহিকভাবে ভালো জায়গায় বোলিং করে যেতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। এটাই মূল কথা। টেস্টে ২০ উইকেট নেওয়া সহজ নয়। তাই ছেলেদের নিশ্চিত করতে হবে, আগামী কয়েকটি দিন ওরা যেন বোলিংয়ে সুশৃঙ্খল থাকে। উইকেট খুব ভালো মনে হচ্ছে। তবে এখানে খুবই গরম। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য অফ স্টাম্পের বাইরে ক্ষত তৈরি হয়েছে। আশা করি স্পিনাররা এটা কাজে লাগাতে পারবে। প্রতিপক্ষের বড় স্কোরের পর ব্যাটিং করতে নামলে একটু ক্লান্তি থাকেই। স্কোর বোর্ডেরও একটা চাপ থাকে। তিনি বলেন আমরা জানি, আগামী কয়েক দিন আমাদের সামনে কঠিন কাজ অপেক্ষা করছে। সেজন্য আমরা তৈরি। ধৈর্য ধরতে হবে এবং ব্যাটিং সহায়ক পিচে উইকেট নেওয়ার পথ বের করতে হবে।