চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১তম শীতকালীন ক্রীড়া আসরের ক্রিকেট ইভেন্টে হালিশহরস্থ প্রাণহরি–আমিন একাডেমি (পিএইচ আমিন একাডেমি) চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ইভেন্টের ফাইনালে প্রাণহরি–আমিন একাডেমি ১৮ রানে সরকারি মুসলিম স্কুলকে পরাজিত করে। টসে জিতে ব্যাটিং নিয়ে কোন উইকেট না হারিয়ে ১০ ওভার খেলে ১৩১ রান সংগ্রহ করে প্রাণহরি–আমিন একাডেমি। দলের ওপেনার ব্যাটার প্রমিত করেন সর্বোচ্চ ৮০ রান। অপর ব্যাটার শ্রাবন করেন ৩৬ রান। প্রতিপক্ষের কোন বোলার উইকেট নিতে পারেননি। জবাবে মুসলিম হাইস্কুলের ইনিংস গুটিয়ে যায় ১১৩ রানে। দলের হয়ে সোয়াদ ৫৮ রান করে। বোলার আল আমিন আদিব ও সাইদ ২টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শাখার উপাধ্যক্ষ সমীক কুমার দাস।
কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসুর সহকারি পরিচালক গোলাম মাওলা, ক্যান্ট পাবলিক কলেজের ক্রীড়া শিক্ষক জামাল হোসাইন খান, সরকারি মুসলিম হাইস্কুলের ক্রীড়া শিক্ষক হাওলাদার কামরুল ইসলাম, আজিজ উদ্দিন, প্রাণহরি আমিন একাডেমির ক্রীড়া শিক্ষক জাফর আহমদ, আবদুল হামিদ সওদাগর স্কুলের ক্রীড়া শিক্ষক আবদুল মাবুদ ও বাকলিয়া সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক সঞ্জয় বড়ুয়া প্রমুখ।