৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. রফিক (৩২) নামের একজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। সে মিয়ানমারের মংডু গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গতকাল শনিবার ভোর রাতে টেকনাফের সাবরাং সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসবে এমন খবর পেয়ে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপি ও নাজিরপাড়া বিওপির দুটি চোরাচালান বিরোধী আভিযানিক টিম সাবরাং ধোপছড়া নামক স্থানে ধানক্ষেতের আইলে অবস্থান নেয়।শনিবার ভোররাতে ৪ জন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল ধাওয়া করে মো. রফিককে একটি পলিথিনের ব্যাগসহ আটক করে। অপর ব্যক্তিরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধসৃজনশীলতা বিকাশে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে হবে