জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও পরীক্ষাহীন মূল্যায়নে চট্টগ্রামের ৫০ শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পায়নি। জেএসসি ও এসএসসির ফল বিবেচনায় এইচএসসির ফল মূল্যায়নের সিদ্ধান্তে তাদেরও জিপিএ-৫ পাওয়ার কথা। কিন্তু এসব শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বিপরীতে জেএসিসি ও এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও চট্টগ্রামের ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
জেএসসি ও এসএসসির ফল বিবেচনার পাশাপাশি সাবজেক্ট মা্যপিংয়ের মাধ্যমে ফল মূল্যায়ন করায় এমনটি ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ না পাওয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে ১০ জন নিয়মিত শিক্ষার্থী। আর ৪০ জন অনিয়মিত (একটি বা দুটি বিষয়ের পরীক্ষার্থী)। নিয়মিত ১০ জনের মধ্যে ৯ জনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আর ১ জন মানবিক বিভাগের।
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, জেএসসিতে প্রাপ্ত ফলের ২৫ শতাংশ এবং এসএসসির ৭৫ শতাংশ বিষয়ভিত্তিক নম্বর বিবেচনায় এইচএসসির ফল মূল্যায়ন করা হয়েছে। তবে সামগ্রিক ফলের পরিবর্তে সাবজেক্ট ম্যাপিং করে এ ফল প্রস্তুত করা হয়েছে; যার কারণে জেএসসি-এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও কেউ কেউ এইচএসসিতে পেয়েছেন। আবার জেএসসি-এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কেউ কেউ এইচএসসিতে এসে পাননি।