৫০ বছরের মহাপরিকল্পনা নিয়ে পটিয়া পৌরসভাকে সাজানো হবে

মতবিনিময় সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মাস্টারপ্ল্যান হালনাগাদকরণে নগর পরিকল্পনাবিদদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলের সভাপতিত্বে পৌরসভার মহাপরিকল্পনা হালনাগাদকরণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করেন স্থপতি ও নগর ডিজাইনার নাজমুল লতিফ, চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি কানু কুমার দাশ, নগরবিদ গাজী শাহীন, প্রকৌশলী ও নগরবিদ দেলোয়ার হোসেন মজুমদার। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর রুপক কুমার সেন, কামাল উদ্দিন বেলাল, গোফরান রানা, শেখ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সরওয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, ফেরদৌস বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার।
সভায় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়া পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য সুন্দর শহরে পরিণত করা হবে। এ পৌরসভাকে আগামীতে একটি পৌর কর্পোরেশনে রূপ দিতে কাঙ্ক্ষিত সেবা ও মানোন্নয়নে মাস্টারপ্ল্যান করা হচ্ছে। এ মাস্টারপ্ল্যানে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনা নিয়ে পটিয়া পৌরসভাকে সাজানো হবে এবং দক্ষিণ চট্টগ্রামের সদর দপ্তর হবে পটিয়া- এ পরিকল্পনা নিয়ে মাস্টারপ্ল্যান হালনাগাদ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবকেয়া ভ্যাট আদায় কার্যক্রম সাময়িক স্থগিত রাখার অনুরোধ বিজিএমইএর
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির কর্মীদের মানবতার সেবায় প্রস্তুত থাকতে হবে