মাদক ব্যবসায়ীদের গোপন মাদক মজুদাগারে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যের মাদক আইস উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত ১১ টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তে গোপন মাদক মজুদাগারে এ অভিযান চালিয়েছে কক্সবাজার- ৩৪ বিজিবি। ৩৪ বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উখিয়ার বালুখালী সীমান্তে মাদক কারবারীরা বিপুল পরিমাণে উচ্চ মূল্যের মাদক আইস মজুদ করার তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে একটি টিম বিশেষ মাদক বিরোধী অভিযানে যায়। রাত পৌনে ১১ টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের ২১নং পিলারের এক শত গজের মধ্যে কাটাপাহাড় এলাকায় বিজিবি টিম অবস্থান নেয়। বিজিবির অবস্থান টের পেয়ে সশস্ত্র মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। বিজিবি সদস্যরাও কৌশলগতভাবে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী নবী হোসেন গুলি করতে করতে নাফনদীর তীরে গোলপাতা বাগান হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নবী হোসেনের গোপন মাদক মজুদ আস্তানা গুড়িয়ে দিয়ে সেখান থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়।
একই রাতে উখিয়ার বালুখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার ও সীমান্তের ৪১নং পিলারের পশ্চিমে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকা থেকে অপর অভিযানিক দল ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে বলে বিজিবি অধিনায়ক জানান।











