৫০১ সদস্যের প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রে

নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১১ এপ্রিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে দীর্ঘ ২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উপলক্ষে গতকাল প্রস্তুতি কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। একই সাথে ১৪টি উপ কমিটিও গঠন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনকে এবং সদস্য সচিব করা হয়েছে সালাহ উদ্দিন আহমদকে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- কে বিএম শাহজাহান, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, রফিকুস সামাদ সোহেল, সাদেক হোসেন পাপ্পু, মো. নুরুল কবির, মো. আনোয়ারুল ইসলাম বাপ্পী, পঙ্কজ চৌধুরী কঙ্কন, জিয়া আমানত হায়াত মোরশেদ নয়ন।
এছাড়া উপ কমিটিগুলো হল- ব্যবস্থাপনা উপ কমিটি, দপ্তর উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি, র‌্যালি উপ কমিটি, অর্থ উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, গণসংযোগ উপ কমিটি, সাংস্কৃতিক উপ কমিটি, প্রচার ও প্রকাশনা উপ কমিটি, শৃঙ্খলনা উপ কমিটি, স্মরণিকা উপ কমিটি, মঞ্চ ও সাজ সজ্জা উপ কমিটি, মিডিয়া উপ কমিটি ও স্বাস্থ্য উপ কমিটি। সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিন আজাদীকে জানান, আমরা ১১ এপ্রিল নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন করতে যাচ্ছি। দীর্ঘদিন পরে হলেও আমরা একটি উৎসবমুখর চমৎকার-সুশৃঙ্খল সম্মেলন করতে চাই। এই জন্য আমরা ৫০১ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছি। ১৪টি উপ কমিটি গঠন করেছি। মঙ্গলবার (গতকাল) কমিটি করে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়েছি। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এই ব্যাপারে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু জানান, আমরা দীর্ঘদিন ধরে ইউনিট থেকে ওয়ার্ড-থানা পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে আসছি। দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে। এতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন হোক সেটাই চাই। সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ খান অভি জানান, আমরা ছাত্র রাজনীতির পরপরই স্বেচ্ছাসেবক লীগের সাথে সম্পৃক্তি হয়ে পড়েছি। বছরের পর বছর বর্তমান কমিটির সাথে কাজ করেছি। আগামী ১১ এপ্রিল সম্মেলন হবে। আমরা চাই- সম্মেলনের পরপরই চট্টগ্রাম থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হোক।
আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ জানান, দীর্ঘ ২০ বছর ধরে নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে- এই কারণে আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা চাই- সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন হোক।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বমানের স্বাস্থ্যসেবা মিলবে চট্টগ্রামেই
পরবর্তী নিবন্ধস্পেশাল সার্ভিসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী