চট্টগ্রামের মানবিক ও সমাজিক সংগঠন রাউজান ক্লাব নিজেদের যাকাত তহবিলের উদ্যোগে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। গত শনিবার রাউজান পৌরসদরের নিজস্ব কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি ইসলামী চিন্তাবিদ ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, যুগ্ম সম্পাদক এস এম জাফর চৌধুরী, অর্থ সম্পাদক মাস্টার আকতার হোসেন, সহ অর্থ ইমরান হোসেন, মাস্টার মিজান, খোরশেদুল আলম, মামুনুর রশিদ, রিদোয়ান চৌধুরী, তৌকির আহমদ, মো. নাছির উদ্দিন,আব্দুল ওয়াহাব মিয়া, অশোক বড়ুয়া, নাছির উদ্দিন এবং মৌলানা নাছির উদ্দিন।
উল্লেখ্য, রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে বিগত ৩৮ বছর যাবত মানবিক কর্মসূচি চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিম খানার শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আসছে।












