৫০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

রাশিয়ার ফার ইস্টে কামচাটকা উপদ্বীপে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের পর এবার সেখানে ৫০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জেগে উঠেছে আগ্নেয়গিরি। খবর বিডিনিউজের।

গত সপ্তাহের ভূমিকম্পের সঙ্গে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সম্পর্ক থাকতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি গতরাতে ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) উচ্চতা পর্যন্ত ছাই আকাশে ছুড়ে দেয়। তবে আশেপাশের জনবহুল এলাকাগুলোর জন্য কোনও হুমকি নেই বলে জানিয়েছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এই অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পর আবার একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে রাশিয়ার। এর প্রভাবে কামচাটকা উপদ্বীপের তিনটি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। গত সপ্তাহে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সঙ্গে এ দুটি ঘটনারই যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গত সপ্তাহের ভূমিকম্পের প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিসহ দূরের বহু দেশে সুনামি সতর্কতা জারি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কের হাতে সবচেয়ে শক্তিশালী বোমা?
পরবর্তী নিবন্ধসিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থি পদযাত্রায় লাখো মানুষ