৫০০ পরিবার পেল মেয়রের ইফতার ও সেহেরীসামগ্রী

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার ইফতার ও সেহেরীসামগ্রী পেলেন পাঁচশ দুস্থ ব্যক্তি।

গতকাল মঙ্গলবার আমাদের আলোকিত সমাজ নামের একটি সংগঠনের উদ্যোগে নগরীর এক কিলোমিটার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই উপহার বিতরণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়র আমাদের আলোকিত সমাজের নেওয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থাভাবে যাতে কারো রোজা পালন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অনুষ্ঠানে আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে এবং এড. শাহরিয়ার তানিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র জাবেদ নজরুল ইসলাম, এড. এএসএম বজলুর রশিদ মিন্টু, মো. নজরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, শেখ সরওয়ার্দী, মিটুল দাস গুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১১৩৫ মৎস্যজীবী পরিবার পেল ভিজিএফ’র চাল
পরবর্তী নিবন্ধআশ্রয়ণ প্রকল্পের ৬০টি ব্যারাক হাউজ হস্তান্তর করল নৌবাহিনী