৫০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ

ষোলশহর ও নাসিরাবাদ এলাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরের ষোলশহর ও নাসিরাবাদ এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন। অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। তিনি দৈনিক আজাদীকে বলেন, ষোলশহর চিটাগাং কমপ্লেক্স এর পিছনের সড়ক ও ষোলশহর ২নং গেইট মোড়সহ আশপাশের রাস্তা ও ফুটপাতে অভিযান চলে। সড়ক ও ফুটপাত দখল করে দোকান বর্ধিত করা ও দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করায় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসূর্য সকল শক্তির উৎস
পরবর্তী নিবন্ধরাবার নিঃসন্দেহে লাভজনক সেক্টর, তবে অবহেলিত