৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে আইআইইউসির টেক ফেস্ট

কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে উদ্বোধন

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে আইআইইউসির ১৬ তম প্রযুক্তি উৎসব টেক ফেস্ট আগামীকাল শনিবার শুরু হচ্ছে। সকাল ১১ টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় আট দিনব্যাপী এই টেক ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার থাকবেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং টেক ফেস্ট অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সামসুল আলম।

এই টেক ফেস্টের ১৫টি ইভেন্টে দেশের বিভিন্ন সরকারিবেসরকারি অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। ১৫টি ইভেন্টের প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য হলোইন্টারইউনিভার্সিটি প্রোগ্রামিং প্রতিযোগিতা, ইন্টারইউনিভার্সিটি হ্যাকাথন প্রতিযোগিতা, ইন্টারইউনিভার্সিটি আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, ইন্টারইউনিভার্সিটি লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, ইন্টারইউনিভার্সিটি পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ইত্যাদি। এই আয়োজনের টাইটেল স্পন্সর ইনোভার হচ্ছে আকিজ রিসোর্স আর প্রাইজ মানি হচ্ছে পাঁচ লক্ষ টাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক সম্মেলন আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধশিল্প খাত দ্রুত সমপ্রসারিত হওয়ায় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে