৫শ’ একর ভূমির প্রতীকী মূল্য ৩ কোটি ৩ টাকা পরিশোধ

বে টার্মিনাল প্রকল্প

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পের ৫শ’ একর ভূমির প্রতীকী মূল্য বাবদ ৩ কোটি ৩ টাকা গতকাল পরিশোধ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যাংকের মাধ্যমে এই টাকা ভূমি বন্দোবস্তী খাতে পরিশোধ করে দেয়। তবে চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র আজ সকালে জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার (এস্টেট) মোহাম্মদ শিহাব উদ্দীন জানান, বে টার্মিনালের জন্য সরকারের খাস খতিয়ানভুক্ত ৫শ’ দশমিক ৭০ একর ভূমির মূল্য বাবদ সরকারের বন্দোবস্তী খাতে ৩ কোটি ৩ টাকা পরিশোধ করা হয়েছে। ৩টি পৃথক মৌজায় এই ভূমি রয়েছে। এরমধ্যে দক্ষিণ কাট্টলী মৌজার ৬২ দশমিক ২২ একর, উত্তর হালিশহর মৌজার ৩৩৯ দশমিক ২৬ একর এবং হালিশহর মৌজায় ৯৯ দশমিক ২১ একর খাস জমি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে এই টাকা পরিশোধ করেছে। টাকা পরিশোধের চালানের কাগজপত্রসহ আনুষাঙ্গিক প্রমাণপত্র আজ জেলা প্রশাসনে হস্তান্তর করা হবে বলেও মুহাম্মদ শিহাব উদ্দিন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া রিপা পেল জিপিএ ৪.৯৪
পরবর্তী নিবন্ধচার শিক্ষার্থীর আত্মহত্যা, হাসপাতালে আরও ৩ জন