৫ই মে’র কথা তৌহিদী জনতা কখনও ভুলবে না : হেফাজত আমীর

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

ঈমানআক্বিদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এক বিবৃতিতে বলেছেন, ঐতিহাসিক ৫ই মে শাপলা চত্বরে আশেকে রাসুলদের শাহাদাতের দিন। যারা ইসলাম ও প্রিয় নবীর ইজ্জতের হেফাজতের আন্দোলনে শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছ, আমরা কখনোই তাদের ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না নির্যাতিতদের কথা, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃতদের কষ্টের কথা। গত ১০ বছর ধরে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় যারা হয়রানির শিকার সেসব নির্যাতিত মজলুম ভাইদের কথা।

গত শুক্রবার ঐতিহাসিক ৫ই মে শাপলা চত্বরের শহীদদের স্মরণে এক বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতে আমীর। তিনি বলেন, আমরা ২০১৩ সাল থেকেই ৫ই মে শাপলা চত্বরের গণহত্যা, খুন ও নির্যাতনের বিচার দাবি করে আসছি। এখনো করছি এবং করতেই থাকব। শাপলার ওই গণহত্যার ইতিহাস দেশপ্রেমিক ঈমানদার জনতা কখনো ভুলবে না। আল্লাহর জমিনে একদিন এর বিচার হবেই ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া জাতির কল্যাণ সম্ভব না
পরবর্তী নিবন্ধ‘সফলদের সাফল্যগাথা শীর্ষক’ গোলটেবিল বৈঠক