পৃথক অভিযানে কোতোয়ালী ও বাকলিয়া থেকে ৪ হাজার ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো। এর মধ্যে নগরের কোতোয়ালী থানার রেল স্টেশন এলাকা থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম মোল্লাকে (৫৪) গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকলিয়ার ফিশারিঘাট বেড়া মার্কেটের পূর্ব দিকে স্লুইচ গেট এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামে অপর ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত সালাম মোল্লা নারায়ণগঞ্জের মোল্লা পাড়া এলাকার বাসিন্দা। রাসেল চাকতাই সোবহান সওদাগর রোড আতিক ভবনের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আব্দুস সালাম মোল্লা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন স্থানে, বগুড়া এবং মাদারীপুরে বিক্রি করতেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার প্রতিটি পিস কিনেছে ১২০ টাকা করে। সে জানায়, যখন প্রথম যখন ইয়াবা কিনে তখন প্রতিটির মূল্য ছিল ৪৫ টাকা। তার গলায় ঝুলানো কার্ডে দেখা গেছে, তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার জয়েন্ট সেক্রেটারি।