হালদা কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় হালদা – কর্ণফুলী সংলগ্ন কধুরখীল এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার কারেন্ট জাল১ টি বেহুন্দী জাল ২ টি ছোট ড্রাম পি এল জব্দ করা হয়। পিএল গুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল গুলো বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। বোয়ালখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, প্রজনন মৌসুমে নদীর মাছের অবাধ বিচরণ ও নদীর জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।