হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নদীর অস্থায়ী নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অভিযানে ৩ হাজার মিটার চর ঘেরা ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম অভিযানের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, নদীর মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় প্রজনন মৌসুমে এ অভিযান অব্যাহত থাকবে।