৪ হাজার এএসআই নিয়োগ নির্বাচনের আগে : আইজিপি

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নিয়োগ সংক্রান্ত বিধিমালায় কিছু সংশোধন এনে নিয়োগ ত্বরান্বিত করতে গতকাল বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক বৈঠকে এসেছিলেন আইজিপি। বৈঠক শেষে তিনি নিয়োগের এ তথ্য প্রকাশ করেন। খবর বিডিনিউজের।

আইজিপি বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৫০ শতাংশ নিয়োগ হবে সরাসরি, আর ৫০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করে দিচ্ছে। এর মাধ্যমে নিয়োগের পথটা একটু সুগম হলো। যে বিধি তৈরি হচ্ছে, সেখানে মাইনর কিছু সংশোধনীর দরকার ছিল।

কতদিনের মধ্যে এ নিয়োগ হবে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা যত দ্রুত সম্ভব নিয়োগটা করে ফেলতে চাই। প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোর কাজই করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশের আইজিপি ও একটি প্রতিনিধিদল এসেছিল। পুলিশ রেগুলেশনের (বিধিমালা) দুইএকটি সংশোধনের মাধ্যমে নিয়োগটা যেন দ্রুত হয়, সে জন্য একত্রে বসে সভা করা হয়েছে। এতে এএসআইসহ অন্যান্য যে নিয়োগ চলছে, সেগুলো দ্রুত হবে।

তিনি বলেন, আজই আমরা আদেশটি দেওয়ার চেষ্টা করব। নিয়োগে কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল, সেগুলো আর থাকবে না। অর্থমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে আমরা এসব পদ সৃষ্টি করেছি। সামনে নির্বাচন, সেখানে মাঠে যে বাহিনী থাকে, তারা হলো পুলিশ। এসব কাজ যেন এক বসাতে শেষ করা যায়, সেজন্য আমরা আজ বসেছিলাম। এর বাইরে সিপাহি পদে যখন যেটা দরকার, নিয়োগ দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী সেজে উঠে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেয়ায় চালককে খুন
পরবর্তী নিবন্ধপীর আল্লামা সাবির শাহ্‌ আজ আসছেন