৪ লাখ ৭৩ হাজার শূন্য পদে নিয়োগ দেবে সরকার

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্য পদ রয়েছে জানিয়ে এসব পদে নিয়োগে ব্যবস্থা নিতে বলেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি। সমপ্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৭তম বিসিএসে নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিএসসি শুধু প্রথম শ্রেণি ননক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে। সরকার থেকে অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা/ করপোরেশন/কোম্পানি থেকে পূরণ করা হয়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকাল থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা